প্রতিষ্ঠান পরিচিতিঃ

ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি অনাবাসিক প্রতিষ্ঠান। শিল্প নগরী ছাতক, সুনামগঞ্জে ১৯৮১ সালে ৩.১৫ একর জায়গার উপর নির্মিত ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভিটিআই)টি কালের পথ পরিক্রমা অতিক্রম করে সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ি ২০০৪ সালে টেকনিক্যাল স্কুল ও কলেজে রূপান্তরের মাধ্যমে সূচনা করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার নব দিগন্ত । প্রতিষ্ঠানটিতে সার্টিফিকেট স্তরে পাঠদান পরিচালিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরি করতঃ দেশের আর্থ সামাজিক উন্নয়নে অনবদ্য ভুমিকা পালনের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসাবে সুনামের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে এগিয়ে যাচ্ছে, অব্যাহত ভাবে।